অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে নয়, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। ভাইরাস প্রতিরোধে অ্যান্টিবায়োটিকের কোন কার্যকারিতা নেই।
করোনা ভাইরাসের বিরুদ্ধে এগুলোর কার্যকরীতার কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে এদের ভেষজ গুণাগুণ আছে।
পর্যাপ্ত পানি পান করা শরীরের জন্য উপকারী হলেও এটি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে কোন সুরক্ষা দেয় না।
করোনা ভাইরাস ঠান্ডা ও শুস্ক আবহাওয়ার দেশের পাশাপাশি উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার দেশেও বিস্তার লাভ করেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তির হাঁচি কাশির মাধ্যমে এক মিটার দূরত্ব পর্যন্ত বিস্তার লাভ করতে পারে।
মশার কামড়ে করোনা ভাইরাস ছড়ানোর কোন প্রমাণ পাওয়া যায়নি। গৃহপালিত প্রাণীদের আক্রান্তের কোন তথ্যও পাওয়া যায়নি।
করোনা ভাইরাস মানবদেহের বাইরে বেশিক্ষণ বাঁচে না। সুতরাং চীন থেকে আসা কোন চিঠি বা পার্সেল গ্রহন করাটা নিরাপদ।
সমীক্ষণে দেখা গেছে করোনা ভাইরাস যে কোন জিনিসের উপরে বেশ কয়েক ঘন্টা জীবিত থাকতে পারে। সুতরাং এগুলোর মাধ্যমে ছড়ানো সম্ভব।
যে কোন বয়সের ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে বয়স্ক এবং যারা আগে থেকেই অসুস্থ তাদের ঝুঁকি বেশী।
সাধারণ সাবান দিয়ে ভালোভাবে হাত ধুলেও করোনা ভাইরাস থেকে সুরক্ষা সম্ভব।